You are currently viewing গরমে ছেলেদের ফ্যাশন

গরমে ছেলেদের ফ্যাশন

5/5 - (4 votes)

শীতকাল শেষ হওয়ার পরপরই অনেকেই ফ্যাশনেবল পোশাক পরতে পারেনা গরমের কারনে। গরম কালটা তাদের জন্য অসস্তিকর। কারন যারা সকাল সন্ধা বাহিরে সময় কাটাতে হয়। আর প্রচুর ঘামের কারনে রাস্তার ধূলো ময়লায় অসস্তিটা আর বেড়ে যায়। আর এই জন্য সূর্যের ঝাঁঝালো রোদে ঘর থেকে বের হতে ঠিক কী ধরনের পোশাক পরা যায় তা নিয়ে তারা বেশ চিন্তায় পরে। কোন কাপড় আরামদায়ক হবে গাড় কালারের পোশাক হবে না হালকা কালারের পোশাক হবে ইত্যাদি। সমস্য হচ্ছে কাপড়ও আরামদায়ক হতে হবে এবং ফ্যাশনএবল ও হতে হবে। এই জন্য গরমে ছেলেদের ফ্যাশন বৈচিত্র্যময় হয়ে ওঠে।

অনেকেই দেখা যায় আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ভালো ফ্যাশনএবল পোশাক পরে থাকে। এখন অনেকেই ফ্যাশন সচেতন এবং গরমের সময়ও যে ফ্যাশন করা যায় তাদের দেখলে বোঝা যায়। তারা অনেক পরিকল্পনা করে নিজেদের পোশাক নিয়ে, কোথায় কোন পোশাক যায় কোনটা আরামদায়ক ও ফ্যাশনএবল হবে।

গাঢ় রঙয়ের পোশাক অনেকের প্রিয় হলেও গরমের কথা চিন্তা করে তা এড়িয়ে চলা উচিত। কারন গাঢ় রঙয়ের পোশাক তাপ বেশি শোষন করে থাকে। এর ফলে শরীরে বেশি গরম অনুভূত হয়। এই গরমে ছেলেরা সাধারনত হাফ হাতা টি-শার্ট, পোলো শার্ট বা হাতা শার্ট পছন্দ করে থাকে। আবার কোন উৎসবে সুতি কাপড়ের পাঞ্জাবিও পরা যায়। তাছাড়া ফতুয়াও বেশ সমাদৃত। এটি ঢিলেঢালা হওয়ার কারণে শরীরে খুব সহজেই বাতাস প্রবেশ করে।

Leave a Reply

14 + 7 =